×
বিনোদন

টিআরপির পতন! রচনার ‘Didi No1’ এর পরিবর্তে জি বাংলায় আসছে এই নতুন রিয়েলিটি শো

Advertisements
Advertisements

জি বাংলার (zee bangla) অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’, রচনা ব্যানার্জীর (Rachana Banerjee) সঞ্চালনায় এবং নিত্য নতুন প্রতিযোগিদের আনাগোনায় এই রিয়ালিটি শো বরাবরই সেটরা সেরা হয়ে এসেছে। তবে এবারে ঘটলো ছন্দপতন! দেব রুক্মিণীর জুটি মাত দিল, রচনার দিদি নাম্বার ওয়ানকে। এবারে সেরার সেরা শিরোপা ছিনিয়ে নিয়েছে দিদি নাম্বার ওয়ান-এর কাছ থেকে, স্টার জলসার (star jalsha) জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’।

Advertisements

স্টার জলসায় প্রতি শনিবার ও রবিবার রাত সাড়ে নটায় সম্প্রচারিত হয় এই নাচের অনুষ্ঠান। যেখানে দেব-রুক্মিণীর জুটি বিশেষভাবে চমক ফেলেছে দর্শকদের কাছে। যার ফলে সকলের পছন্দের অনুষ্ঠান হয়ে উঠেছে। এবার তাই দিদি নাম্বার ওয়ান-এর টিআরপিকে ছাপিয়ে গেল, স্টার জলসার ‘ডান্স ডান্স জুনিয়র’!

চলতি সপ্তাহে রচনা ব্যানার্জীর দিদি নাম্বার ওয়ান-এর ডিআরপি ৪.৬। অপর দিকে মাত্র ০.২ -এ এগিয়ে রয়েছে স্টার জলসার ডান্স ডান্স জুনিয়র। তবে এবারেও জি বাংলাই পেয়েছে সেরার সেরা তকমা! জি বাংলার গানের রিয়ালিটি শো ‘সারেগামাপা’র টিআরপি দাঁড়িয়েছে ৫.৮ তে। স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে, দর্শকদের বিচারে কোন অনুষ্ঠান সবার অধিক ভালো লাগছে। অন্যদিকে জি বাংলার রান্নাঘরের টিআরপি এসে তলানি ঠেকেছে! শোনা যাচ্ছে এবার রান্নাঘরের পরিবর্তে আনা হবে অন্য অনুষ্ঠান। যেখানে ইন্দ্রানী হালদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হবে ‘ঘরে ঘরে জি বাংলা’।
Advertisements