অভিনয়ের পাশাপাশি দারুন গানও গাইতে পারেন রাহুল! নিজের ছবির গানে মঞ্চ কাপালেন অভিনেতা, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

টলিউডের (tollywood) অন্যতম জনপ্রিয় অভিনেতা ‘রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়’। বেশ কিছুটা অন্য ধাতের ব্যক্তিত্বের মানুষ তিনি, বলাবাহুল্য তাকে জ্ঞানের পাহাড় বললেও কিছুটা ভুল হবে না। ২০০৮ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’-এর দ্বারা দর্শক-মনে জায়গা করে নিয়েছিল রাহুল। এরপর ছোটপর্দা থেকে শুরু করে বড়পর্দা, এমনকি ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে আসছেন অভিনেতা। বর্তমানে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘লালকুঠি’র মুখ্য চরিত্রে রয়েছেন তিনি।
তার অভিনয় দক্ষতা নিয়ে ভক্তকূলোর কোন সংশয় না থাকলেও, তিনি যে একজন ভালো গায়ক সে সম্পর্কে হয়তো অনেকেই জানতেন না। সম্প্রতি সেটিরই প্রমাণ পেয়েছে সকলে। ভাইরাল (viral) হওয়া একটি ভিডিওতে দেখা গেছে ভরা মঞ্চে মাইক হাতে গান গাইছে রাহুল। তার গলায় শোনা গেছে সেই পরিচিত ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার হিট গান ‘পিয়া রে’।
স্বাভাবিকভাবেই তার কন্ঠে এরকম গান শুনে রীতিমতো উচ্ছ্বাসিত হয়ে গেছে শ্রোতারা। অনেকেই তার অভিনয়ের পাশাপাশি গানের প্রশংসা করেছে! তবে শুধু প্রশংসা করলেও ভুল হবে, একাধিক কটাক্ষেরও শিকার হয়েছে অভিনেতা; কেউ তাকে বলেছে, “কোকিল ভাজা কন্ঠ”।
View this post on Instagram
তবে ১৪ বছর পরেই আবারও তার সিনেমার গান, তার গলায় শুনতে পেয়ে সকলের কাছে অনেক ভালোবাসা কুড়িয়েছেন রাহুল। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে এই ভিডিওটি।