খলনায়কের চরিত্রে অভিনয় করে কুড়িয়েছিলেন ব্যাপক প্রশংসা, বর্তমানে করুণ অবস্থায় অভিনেতা মনোজ মিত্র

টলি পাড়ার এক অতি পরিচিত প্রবীণ অভিনেতা ‘মনোজ মিত্র’ (Monoj Mitra)। সিরিয়াল, সিনেমা, শর্ট ফিল্ম অনেক কিছুতেই তার অভিনয় দেখেছে দর্শক মহল। বাংলা ইন্ডাস্ট্রিতে খলনায়ক চরিত্রে বেশি অভিনয় করেছেন তিনি। যদিও এই বর্ষিয়ান অভিনেতাকে এখন আর খুব একটা দেখা যায় না টিভির পর্দায়।
বয়স ৮৪- তে গিয়ে পৌঁছেছে তার। বর্তমানে এক সাক্ষাৎকারের নিজের মনের বেশ কিছু কথা জানিয়েছেন তিনি। ২০১৮ সালে তার সাথে এক চরম ঘটনা ঘটেছিল। তিনি যে বাড়িতে ৬০ বছর ধরে ভাড়া থাকতেন, সেখান থেকেই তাকে বের করে দেওয়া হয়েছিল। আদালতের নির্দেশেই এই কাজ করেছিলেন তারা। আদালত পর্যন্ত ছুটে গিয়েও এর মীমাংসা করতে পারেননি অভিনেতা।
তিনি যে ঘরে ভাড়া থাকতেন সেখানে নাটকে রিহার্সাল হত । তারা অভিযোগ জানিয়েছিলেন, অভিনেতা নাকি ঠিকমতো ভাড়া দিতেন না। এর ফলেই তাকে ঘর খালি করে দিতে হয়। এখন তার হাতে বিশেষ কোনো কাজ নেই। কাজের সুযোগেই বসে রয়েছেন তিনি।
তার কথামতো এখন যদি তাকে কোন সুযোগ দেওয়া হয়, সেটি তিনি কাজে লাগাবেন। ৯০ দশকের অতি জনপ্রিয় অভিনেতা ছিলেন মনোজ মিত্র। অভিনয়ের পাশাপাশি লেখালেখি নিয়েও ব্যস্ত থাকতেন।