ঐশ্বর্য নয় বরং রানীকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলেন অভিষেক! মা জয়া বচ্চন হয়ে দাঁড়িয়েছিলেন পথের কাঁটা

বলিউডের (bollywood) অন্যান্য অভিনেতাদের মত অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) নামও প্রায়শই উঠে আসে। বাবার দৌলতে সিনেমা জগতে কেরিয়ার শুরু করলে,ও সেরকম নাম করে উঠতে পারিনি অমিতাভ পুত্র অভিষেক। বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই-এর (Aiswarya Rai) সাথে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। তবে ঐশ্বর্য নয় অভিষেকের পছন্দ ছিল রানী মুখার্জি (Rani Mukherjee) কিন্তু তাদের সে স্বপ্ন বিয়ের মণ্ডপ অব্দি পৌঁছায়নি! রানী মুখার্জী এবং অভিষেক বচ্চনের বিয়েতে বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন জয়া বচ্চন (Jaya Bacchan), কিন্তু কেন?
ছেলের সাথে রানী মুখার্জির বিয়ে দিতে জয়া বচ্চনের আপত্তির একমাত্র কারণ হলো; রানী মুখার্জি অমিতাভ বচ্চনের সাথে একটি সিনেমায় রোমান্টিক এবং ব্যক্তিগত মুহূর্তে অভিনয় করেছিলেন। তাই ছেলের সাথে বিয়ে হলে লোকে কটু কথা বলতে পারে; সেজন্যই মা ‘জয়া বচ্চন’ চাননি রানী মুখার্জি তাদের পুত্রবধূ হোক।
ঠিক সেই কারণেই পরবর্তীকালে ঐশ্বর্য রাইকে বেছে নেওয়া হয় অভিষেকের স্ত্রী হিসেবে। অপরদিকে রানী মুখার্জি সাত পাকে বাঁধা পড়েছিলেন যশ চোপড়ার বড় ছেলে আদিত্য চোপরার সাথে। বর্তমানে অবশ্য দুজনই বেশ সুখে শান্তিতে সংসার করছে।