টানা ৩৭ সপ্তাহ ধরে টিআরপি তালিকায় প্রথম স্থানে রয়েছে জি বাংলার ‘মিঠাই’ (Mithai)। টিআরপি তালিকার বাকি স্থান অদল-বদল হলেও ‘মিঠাই’-এর রেকর্ড ভাঙ্গা কারোর পক্ষেই সম্ভব হচ্ছে না।
বৃহস্পতিবার হলেই সবাই উন্মুখ হয়ে থাকে টিআরপি তালিকার জন্য। এ সপ্তাহে ১১.১ রেটিং নিয়ে যথারীতি প্রথম স্থান লাভ করেছে ‘মিঠাই’। এই সাফল্যে ‘মিঠাই’ ধারাবাহিকের কলাকুশলী ও ভক্তরা স্বভাবতই খুব খুশি। এই সপ্তাহে আগেরবারের দ্বিতীয় স্থান খুইয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’ (Khukumani Home Delivery)। এইবার যৌথভাবে দ্বিতীয় হয়েছে ‘যমুনা ঢাকি’ ও ‘উমা’, রেটিং পয়েন্ট ৯.৫। তৃতীয় স্থানে ৯.১ রেটিং নিয়ে রয়েছে ‘খুকুমণি হোম ডেলিভারি’।
টিআরপিতে প্রথম হতে না পারলেও স্টার জলসার ধারাবাহিকগুলির মধ্যে খুকুমণি প্রথম হয়েছে। ৮.০ পেয়ে চতুর্থ হয়েছে ‘সর্বজয়া’ এবং ‘অপরাজিতা অপু’। পঞ্চম স্থান দখল করেছে ‘মন ফাগুন’, প্রাপ্য পয়েন্ট ৭.৯। অপরদিকে ধারাবাহিক প্রায় শেষ হওয়ার মুখে এসে সেরা দশের তালিকায় কোন স্থানই লাভ করতে পারলোনা স্টার জলসার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’, একই অবস্থা ‘খড়কুটো’-র। যথাক্রমে ৬.৬ ও ৬.৩ পয়েন্ট পেয়ে দ্বাদশ ও ত্রয়োদশ স্থানে আছে ‘শ্রীময়ী’ ও ‘খড়কুটো’।
এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকার প্রথম দশ:
•প্রথম: মিঠাই- ১১.১
•দ্বিতীয়: উমা ও যমুনা ঢাকি- ৯.৫
•তৃতীয়: খুকুমণি হোম ডেলিভারি- ৯.১
•চতুর্থ: সর্বজয়া ও অপরাজিতা অপু- ৮.০
•পঞ্চম: মন ফাগুন- ৭.৯
•ষষ্ঠ: ধুলোকণা ও আয় তবে সহচরী- ৭.৬
•সপ্তম: খেলাঘর- ৭.৫
•অষ্টম: রাণী রাসমণি- ৭.২
•নবম: গঙ্গারাম- ৭.১
•দশম: কৃষ্ণকলি- ৬.৮
বছরের প্রথমে শুরু হয়ে শেষ অবধি ‘মিঠাই’ যে দর্শকমহলকে এখনও অবধি মাতিয়ে রেখেছে তা স্পষ্ট। উচ্ছেবাবু ও তুফানমেলের টক-ঝাল-মিষ্টি কেমিস্ট্রি এবং মোদক বাড়ির বিভিন্ন ঘটনা, সব মিলিয়ে ‘মিঠাই’ ধারাবাহিক দর্শকদের মনে খুব ভালোভাবেই দাগ কাটতে সক্ষম হয়েছে।