মা তারার তুমুল শক্তিতে জীবন আরও সুন্দর হয়ে ওঠে, করুণাময়ী সর্বদাই সকলকে রক্ষা করেন

পবিত্রভূমি তারাপীঠের নাম আমরা সকলেই শুনেছি। মা তারার আশীর্বাদ এ সেই স্থানটি খুবই পুন্য ভূমি। এই তারাপীঠে পুজো দিলে নাকি দুর হয় সকল বাধা বিপত্তি। জীবনে সফলতা আসে। তাইতো সারা বছরেই মন্দিরে ভক্তদের ভিড় জমা হয়। মনে করা হয় যে এই তারাপীঠের মন্দিরে মা তারার আশীর্বাদ রয়েছে। প্রতি শনিবার মা তারার মন্দির এ পুজো দিলে সবার জীবনের সকল বাধা-বিপত্তি দূর হয়ে যায়। জীবন সুন্দর হয়ে ওঠে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শনিবার দিনটি।
দয়াময়ী মা আমাদের মা তারা। তার আশীর্বাদে এক নিমেষেই সকল সমস্যার সমাধান হয়ে যায়। দূর হয় সকল রোগ। মা তারা তার সকল ভক্তের ডাকে সাড়া দিয়ে থাকেন। তাইতো মা আমাদের দয়াময়ী। তারাপীঠের মাটিতে মা তারার আশীর্বাদ রয়েছে বলে শোনা গিয়েছে। জীবন অত্যন্ত সুন্দর করে তোলে আমাদের মা তারার কৃপা। তাই প্রত্যেক ব্যক্তি নিজের নিজের মনোকামনা নিয়ে সেই মন্দিরে পুজো দিতে যান। মা তারার আশীর্বাদ এ পূরণ হয় সকলের মনোকামনা।
মা তারা আমাদের প্রবল শক্তিময়ী। তিনি সকল অশুভ কে নাশ করেন। সকল দুঃখ-কষ্ট মোচন করেন। জীবনে শান্তি এনে দেন সকলের। তাই মা তারার আশীর্বাদ এ সকল ব্যক্তি তাদের জীবনের অশুভশক্তির থেকে লড়াই করার শক্তি পান। তাই সকলে বিশ্বাস করেন যে মা তারার নামে যদি আমরা জয় ধ্বনি দিই তাহলে সবার মধ্যেই শক্তি সঞ্চার হয়।
সত্যিই তারাপীঠের মা তারা অত্যন্ত জাগ্রত। মা তারা তার সকল ভক্তের ডাকে সাড়া দিয়ে ইচ্ছেপূরণ করেন।