মাত্র দু’শো টাকা বিনিয়োগে পাবেন ৫০ হাজার টাকার পেনশন, আজই আবেদন করুন

অর্থ উপার্জন করার পাশাপাশি জমানো হলেও জীবনের এক অন্যতম অংশ। ভারতের মতো দেশে সরকারি চাকরির থেকে অধিক মানুষ ব্যবসা এবং কৃষি কাজের সাথে যুক্ত। সরকারি চাকরি করলে শেষ বয়সে তাও মাস ভিত্তিক পেনশনের ব্যবস্থা থাকে কিন্তু ব্যবসা বা কৃষিকাজের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যায় না। সেক্ষেত্রে ব্যবসায়িক বা চাষীরা উপার্জন করার পাশাপাশি জমানোর উপরে বেশি জোর দেন। কারণ এই টাকাই তাদের বয়স শেষে ভরসা জোগায়।
তবে ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশে সঞ্চয় এক সমস্যার ব্যাপার। যেখানে অধিকাংশ মানুষই রুটি রোজগারের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ায়, কখনো বা দিনানি দিন খায়; সেখানেই জমানোটা বিলাসিতা। তাইতো ফেরিওয়ালা হকার চাষিরা সঞ্চয়ের কাজে কখনোই টাকা দিতে পারে না। তাই শেষ বয়সে এসে এদের চরম দুর্ভোগ হয়।
সমাজের এই নিম্নবিত্ত শ্রেণীদের কথা মাথায় রেখে সরকার নিয়ে এলো এক দুর্দান্ত স্কিম। যার নাম ‘অটল পেনশন যোজনা’ (Ajal pension yojona)। এই স্কিমের আওতায় যে কোন নিম্ন মধ্যবিত্ত মানুষেরা টাকা জমা রাখতে পারবে এবং একটি নির্দিষ্ট বয়সে পৌঁছালে প্রতি মাসে পেনশন পাবে। তাহলে দেখে নিন এই স্কিমের সুযোগ সুবিধাগুলি।
১) ৬০ বছর বয়স পর্যন্ত নিয়মিত টাকা জমা দিতে হবে।
২) প্রতিদিন টাকা জমা দিতে হবে আমানতকারীকে।
৩) এই প্রকল্পের গ্রাহক নিজের সাথে নমিনিকেও যুক্ত রাখতে পারবে।
৪) ৬০ বছর বয়সে গ্রাহকের মৃত্যু হলে, সেক্ষেত্রে এই টাকা গ্রাহকের নমিনিকে সুদসহ ফেরত দেওয়া হবে।
৫) ৬০ বছর বয়স হলেই প্রতি মাসে পেনশন পাবে।
৬) গ্রাহক এই প্রকল্পে আয়কর থেকে ছাড় পাওয়া যাবে।
৭) পোস্ট অফিস বা ব্যাংক যে কোন জায়গায় একাউন্ট খোলা যাবে।