শূন্য টাকার নোট দেখেছেন কখনো? শুধুমাত্র একবারই ছাপানো হয়েছিল এটি, জেনে নিন তার ইতিহাস

সময় পাল্টানোর সাথে সাথে পয়সার হিসাবও পাল্টে গেছে। এক সময়ে টাকা নয় শুধুমাত্র পয়সা দিয়েই কত কি কেনা যেত। বর্তমান সময়কালে এসে সেই টাকা হয়ে উঠেছে নগণ্য। শত, হাজার, কোটি সবকিছুই এখন হাতের লাগালে পাওয়া যাচ্ছে।
সবথেকে বড় মোটের মধ্যে এখনো পর্যন্ত ভারতীয় বাজারে রয়েছে দুই হাজার টাকার নোট। এর কিছুদিন আগে হাজার টাকার নোট বন্ধ হয়ে গেছে। তবে এটা জানেন কি একবার ১০ হাজার টাকারও একটি নোট ছাপানো হয়েছিল, যেটি বাজারে মোটেও বেশিদিন টেকেনি। তবে সব থেকে অবাক করা ব্যাপার হলো, একবার শূন্য টাকার নোট পর্যন্ত ছাপানো হয়েছিল।
এই কথা শুনে অনেকেরই মনের প্রশ্ন জাগতে পারে, এই শূন্য টাকা কি কাজে লাগবে? এটি তো আসলে কোন অর্থের পরিমাণই নয়। শোনা যায়, দুর্নীতির রুখতে নাকি এই নোট প্রকৃতপক্ষে ছাপিয়েছিল। ঘুষ নেওয়া বা যেকোনো ধরনের টাকা নিয়ে লেনদেনের দুর্নীতি বন্ধ করতে এই নোট চালু করা হয়েছিল। তবে ভারতীয় ডিজার্ভ ব্যাংকের এতে কোন হাত ছিল না। এনজিও সংস্থার পক্ষ থেকে এইরূপ করা হয়েছিল।
২০১৭ সালে সর্বপ্রথম বাজারে এসেছিল এই নোট। হিন্দি, তেলেগু কন্নড় এবং মালায়ালাম চারটি ভাষায় এটি ছাপানো হয়েছিল এবং তাতে লেখা ছিল ঘুষ নেব না। আসলে কোন আর্থিক লেনদেন নয়, শুধুমাত্র সঠিক প্রচারের জন্যই এই কাজ করা হয়েছিল। এর পাশাপাশি নোটের সাথে জুড়ে দেয়া হয়েছিল ওই সংস্থার ফোন নম্বর, ইমেইল আইডি সবকিছুই।