×
অর্থনৈতিক

মাত্র ১৫১ টাকা বিনিয়োগ করে পেয়ে যান ৩১,০০,০০০ টাকা, গ্রাহকদের জন্য দুর্দান্ত স্কীম আনলো এলআইসি

Advertisements
Advertisements

বর্তমানে আকাশ ছোঁয়া বাজার মূল্য। আর সেই কারণে নিত্য প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। অন্যদিকে আবার বাড়িতে অনুষ্ঠান লাগলে তো কথায় নেই। আর এই অনুষ্ঠানের মধ্যে অন্যতম হলো মেয়ের বিয়ে। যদিও বর্তমানে সমাজে ছেলে মেয়ে সকলেই সমান ভাবে কাজের সুযোগ পান। কিন্তু মেয়ের বিয়ে নিয়ে বাবা মায়ের বাড়তি উন্মাদনা থাকে খুব স্বাভাবিক ভাবেই।

Advertisements

তাই অনেকেই মেয়ে জন্মানোর পর থেকে অল্প অল্প করে অর্থ সঞ্চয়ে মন দেন। কিন্তু পরে দেখা যায় অনেকেই বিয়ের জন্য লোন নিচ্ছেন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে। তাই এবার মেয়ের বাবা মায়েদের চিন্তা নিবারণে সাহায্যের হাত বাড়িয়ে দিল ‘ভারতীয় জীবন বীমা নিগম’ (LIC) সংস্থা। মেয়ের বয়স ২৫ হলেই পাবেন ৩১ লক্ষ টাকা।

সম্প্রতি তারা কন্যাদান যোজনা নামে একটি যোজনা প্রকাশ্যে এনেছে। যেখানে বলা হয়েছে প্রতিমাসে মাত্র ৪ হাজার টাকার কিছু বেশি আর্থিক সঞ্চয় করলেই মেয়ের বিয়ের সময় পাবেন ৩১ লক্ষ টাকা। তবে সেক্ষেত্রে কিছু শর্ত রয়েছে।

যেমন মেয়ের মায়ের বয়স হতে হবে কমপক্ষে ৩০ বছর। অন্যদিকে মেয়ের ১ বছর বয়স থেকেই জমানো যাবে টাকা। শুধু তাই নয়, আপনাকে ২২ বছর এই কিস্তি দিতে হবে। অর্থাৎ পরের তিন বছর দিতে হবে না কোনো টাকা। তাই আর দেরি না করে আজই নিজের নিকটবর্তী ‘এলআইসি’ (LIC) অফিসে গিয়ে যোগাযোগ করুন এই জোজনায় নিজের নাম নথিভুক্ত করার জন্য।

Advertisements