×
অর্থনৈতিক

মাত্র ২৯৯ টাকার বিনিয়োগ করে পেয়ে যান ১০ লক্ষ টাকা! মধ্যবিত্তদের জন্য পোস্ট অফিস নিয়ে এলো এক দুর্দান্ত স্কিম

Advertisements
Advertisements

টাকা উপার্জন করার পাশাপাশি এখন সাধারন মানুষ জমানোর উপরেও অধিক নজর দিয়েছে। সঞ্জয়ের ক্ষেত্রে প্রত্যেকেই ব্যাংক, এলআইসি এবং পোস্ট অফিসের মতো সংস্থাগুলিকে বেছে নেয় কারণ এরা অন্যান্য যে কোন সংস্থার থেকে ঝুঁকিবিহীন ও ভরসাযোগ্য। ব্যাংকের মতো এখন পোস্ট অফিসে নিয়ে আসছে অনেক নিত্যনতুন স্কিম, যেখানে অল্প টাকা ইনভেস্টমেন্টে পাওয়া যাচ্ছে বিপুল পরিমাণ অর্থ রিটার্ন। মধ্যবিত্তদের কাছে বিরাট অংকের টাকা জমা রাখাটা বেশ চাপের ব্যাপার আর সেই কথা মাথায় রেখেই পোস্ট অফিস এবার নিয়ে এসেছে এক নয়া স্কিম, যেখানে অল্প কিছু বিনিয়োগ করে মুনাফা অর্জন করা যাবে।

Advertisements

এই স্কিমের আওতায় শুধুমাত্র দুর্ঘটনা নয়, যে কোন কিছুর মাধ্যমে লক্ষাধিক টাকা পাওয়া যাবে। এই নতুন প্ল্যানের নাম ‘পোস্ট অফিস অ্যাক্সিডেন্ট প্রোটেকশন ইন্সুরেন্স’। যেখানে ২৯৯ টাকা এবং ৩৯৯ টাকা দিতে হবে, এর বিনিময়ে ১০ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাওয়া যাবে। তবে এর জন্য গ্রাহকদের অবশ্যই ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকে একাউন্ট থাকতে হবে।

বারানসি জোনের পোস্টমাস্টার কৃষ্ণকুমার যাদব জানায়, কিছুদিন আগেই ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাঙ্ক এবং টাটা AIG-এর মধ্যে একটি চুক্তি হয়েছিল। যেখানে ১৮ থেকে ৬৫ বছরের যে কোন মানুষ এই নতুন স্কিমটি করতে পারে। সেখানে যদি গ্রাহকের হঠাৎ করে দুর্ঘটনা হয় কিংবা কোন শারীরিক অক্ষমতা দেখা যায়, তাহলে সেই পরিবার ১০ লক্ষ টাকা ইন্সুরেন্স পাবে। এছাড়া যদি কেউ হাসপাতালে ভর্তি হয়, তাহলে ৬০ হাজার টাকা দেওয়া হবে।

৩৯৯ টাকার প্ল্যানটি করলে গ্রাহকরা একটু বেশি সুবিধা পাবে। এতে গ্রাহক তার নিজের সন্তানদের শিক্ষাখাতে এক লক্ষ টাকা পর্যন্ত সাহায্য নিতে পারে। এছাড়া ১০ দিন হাজার টাকা করে ২৫ হাজার টাকা, এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাবার জন্য নেওয়া যেতে পারে।

Advertisements