×
অর্থনৈতিক

প্রতিদিন মাত্র 5 ঘন্টা এই ব্যবসা করে মাসে 50 হাজার থেকে 1 লাখ ইনকাম করুন, বাকি সময় করুন আরাম

Advertisements
Advertisements

বর্তমানে চাকরির সমস্যায় ভুগছেন সকলেই। মানুষ শিক্ষিত হলেও সেই অর্থে চাকরি নেই দেশের কোনো অংশেই। ফলে সর্বত্র যে চাকরির মন্দা তা বলাই বাহুল্য। অন্যদিকে বেসরকারি ক্ষেত্রেও চলছে চাকরি থেকে বাদ দেওয়ার প্রতিযোগিতা। তাই কোনো দিকেই যে জীবন চলবে না সেটা বলার অপেক্ষা রাখে না।

Advertisements

তাই অনেকেই মন দিয়েছেন ব্যবসার প্রতি। আবার অনেকে ছোটখাটো কোনো দোকান খুলে বসেছেন। কিন্তু তাতেও লাভের মুখে দেখা যাচ্ছে না কোনো ভাবেই। আবার অন্যদিকে ভালো ব্যবসা করার জন্য প্রয়োজন মোটা অর্থের। তাই অনেকের পক্ষেই ইচ্ছে থাকলেও ব্যবসা করা হয়ে ওঠে না। তবে আজকের এই প্রতিবেদন তাদের জন্য যারা বেকারত্বের শিকার।

মাত্র ৫ থেকে ৬ ঘণ্টার পরিশ্রমেই হয়ে উঠতে পারেন কোটিপতি। শুধু লোকালয়ে একটি ছোট্ট দোকান ঘর প্রয়োজন হবে এই কাজের জন্য। সেক্ষেত্রে নজর দিতে হবে দোকানটিকে সাজানোর জন্য। যাতে মানুষ আকর্ষিত হয়। তারপরে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখলেই চলবে। এবার বলি কিসের দোকান দেবেন তার কথা।

আপনি খুব কম খরচে দিতে পারেন স্যুপের দোকান। সাথে মোমো রাখলে তো কথাই নেই। সেক্ষেত্রে আপনাকে দাম রাখতে হবে অন্যান্য দোকানের থেকে একটু কম। তবে মনে রাখবেন দাম কম হলেও স্বাদ নিয়ে কোনো রকম সমঝোতা করবেন না। তাহলেই বিপদ। ব্যাস এই ভাবে মাত্র কিছু দিনেই ব্যবসা আপনার ঘরে আনতে পরে লাখ খানেক টাকা।

Advertisements