Business idea: প্রতিমাসে হবে বাম্পার আয়, আজকেই জেনে নিন এই লাভজনক ব্যবসাগুলির বিষয়ে

ভারত কৃষি প্রধান দেশ। এখানের বেশিরভাগ মানুষই কৃষিকাজের সাথে যুক্ত। তবে এর পাশাপাশি পশুপালনের ওপরেও অনেকে জোর দেয়। এই তালিকায় পড়ে গরু, মহিষ, ছাগল, মৌমাছি পালন, মাছ প্রভৃতি। এইসবের দ্বারা খুব সহজেই মধু, ডিম, দুধ, পনির এসব উৎপন্ন করে বাজারে বিক্রি করা যায় প্রচুর পরিমাণে।
মাছ চাষ :
মাছ চাষ করে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা যেতে পারে। এখন বহু মানুষ এই বিষয়ের সাথে যুক্ত হচ্ছে। চাষবাসের পাশাপাশি চাষীরা মাছ লালন-পালন করছে এবং তারা বাজারে বিক্রি করছে। প্রতি কেজি মাছ থেকে ১০০ থেকে ২০০ টাকা লাভ পাওয়া যাচ্ছে। এছাড়া ৮ থেকে ৯ হাজার টাকার মাছ বিক্রি করে, ৬০-৭০ হাজার টাকা লাভ করা যায়।
হাঁস-মুরগি পালন :
প্রচুর মানুষ বর্তমানে হাঁস মুরগি পালন করছে। এক্ষেত্রে ডিম ও মাংস বিক্রি করে হাজার হাজার টাকা উপার্জন করা যাচ্ছে।
মৌমাছি পালন :
অর্থ উপার্জনের আরেক অন্যতম পদ্ধতি হলো। মৌমাছি পালন করে যার থেকে মধু তৈরি করে, প্রচুর পরিমাণে অর্থও উপার্জন করা যেতে পারে। বাজারে ভালো মধুর প্রচুর চাহিদা রয়েছে।
ছাগল পালন :
গ্রামাঞ্চলের পাশাপাশি শহরের বহু মানুষ ছাগল লালন-পালন করে। ছাগলের দুধ এবং মাংস উভয়ই বাজারে বিক্রি হয় চরা দামে। যারা ছাগল প্রতিপালন করে খরচ বেশ কম। ৫ থেকে ৬টি ছাগল যদি পালন করা হয়, তাহলে মাসে ৮ থেকে ৯ হাজার টাকা আয় করা যাবে।