ভুলেও ATM-এ গিয়ে এই কাজগুলি করবেন না, ফাঁকা হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্ট

বর্তমানে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিরাট পরিবর্তন এনেছে এটিএম। যা শতাব্দীর শুরু থেকেই মানুষের স্বভাবের আমূল পরিবর্তন এনেছে। কাজেই ব্যাঙ্কে দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে টাকা তোলার আর ঝামেলা নেই। তবে শুধু টাকা তোলা নয়, বর্তমানে টাকা জমা দেওয়ার মতো সুযোগ দিচ্ছে স্বয়ংক্রিয় এই অত্যাধুনিক মেশিন কিন্তু প্রযুক্তি যত উন্নত হয়েছে ততই বেড়েছে জালিয়াতির মতো ঘটনা।
বর্তমানে আর ব্যাঙ্ক ডাকাতির মতো ঘটনা সামনে আসে না, তবে সামনে আসে এটিএম জালিয়াতির মতো ঘটনা। যার ফলে অসাধু ব্যক্তিরা সহজেই আপনার সারা জীবনের উপার্জিত পারিশ্রমিক সহজেই হাতিয়ে নিতে পারে। তাই টাকা তোলার আগে আপনাকে মাথায় রাখতে হবে বিশেষ কতগুলি কথা।
যেমন প্রথমেই আপনাকে দেখে নিতে হবে কার্ড স্লটের রং। যদি আপনার কার্ড ঢোকানোর সময় যদি রং সবুজ থাকে তাহলে কোনো অসুবিধা নেই।তবে যদি লাল বা হলদে হয়ে থাকে তাহলে সাবধান। বড়ো বিপদে পড়তে পারেন আপনি। তাই এটিএম রক্ষী আছে এই রকম জায়গাই টাকা তুলতে যাওয়া ভালো। জালিয়াতির আরও একটি উপায় হলো কার্ড ক্লোন। অর্থাৎ, আপনার কার্ডের গোপন নম্বর যদি অসাধু ব্যক্তি জেনে থাকেন তাহলে। এক্ষেত্রে উন্নত প্রযুক্তির মাধ্যমে সিসিটিভি হ্যাক করে আপনার এটিএম পিন সহজেই জানা যেতে পারে।
তাই সব সময় খুব গোপনীয়তা অর্জন করে পিন দেওয়া কাম্য। শুধু তাই নয়, এছাড়া আরও নানান উপায়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারে অসাধু ব্যক্তিরা। যেমন ফোনের মাধ্যমে আপনাকে লোভ দেখিয়ে, আপনার মোবাইল হ্যাক করে যাবতীয় নথি জেনে।