লাগবে না এটিএম কার্ড, এবার ফোনের মাধ্যমেই তোলা যাবে টাকা

এবার স্মার্ট ফোনের সাহায্যে এটিএম কার্ড ছাড়াই টাকা তোলা যাবে। যদি কোন ভাবে আপনি এটিএম কার্ড নিয়ে যেতে ভুলে যান, তাহলে অনেক সময় সমস্যার সম্মুখীন হন। আবার অনেকের কাছেই নগদ টাকা থাকে না। এক্ষেত্রে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ছাড়া অতি সহজে টাকা তোলা যাবে আর এর জন্য অত্যন্ত সহজ উপায় হল ইউপিআইকে (UPI) ব্যবহার করা।
বর্তমান সময়কালে সর্বত্রই অনলাইন পেমেন্টের চল। দোকান, বাজার, রিক্সা থেকে শুরু করে যে কোন কিছুতেই এখন ইউপিআই-এর মাধ্যমে অতি সহজেই টাকার লেনদেন করা যাচ্ছে। তবে অনেক জায়গায় ইউপিআই-এর ব্যবস্থা থাকে না। সে ক্ষেত্রে এবার এটিএম থেকে ইউপিআই-এর মাধ্যমে টাকা তোলা যাবে। এই সুবিধাটির নাম হল ইন্টার ওপারেবল ক্যাশ উইথড্রয়াল (ICCW)।
বিশেষ কয়েকটি ব্যাংকের পক্ষ থেকে এই সুবিধা আনা হয়েছে। এই তালিকায় রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এইসব ব্যাঙ্কের এটিএম-এ ফোন পে, গুগল পে, পেটিএম ব্যবহার করে টাকা তোলা যাবে অতি সহজেই। তাহলে দেখে নিন কিভাবে টাকা তুলবেন।
প্রথমে যেতে হবে এটিএম মেশিনে। এরপর cash withdrawal অপশনে ক্লিক করতে হবে।
এরপর ইউপিআই বেছে নিয়ে, তাতে থাকা কিউআর কোডটি স্ক্যান করতে হবে।
স্ক্যান করা হয়ে গেলে তাতে টাকার পরিমান লিখে দিতে হবে।
এরপর ইউপিআই-এর পিন দিয়ে প্রসেস অপশনে ক্লিক করে দিতে হবে।
তাহলেই নির্দিষ্ট পরিমাণ টাকা উঠে আসবে।