×
অর্থনৈতিক

জমানো টাকায় পাওয়া যাবে 6.9% হারে সুদ, মাত্র কয়েক দিনেই টাকা হবে ডবল, দূর্দান্ত স্কিম নিয়ে এল পোষ্ট অফিস

Advertisements
Advertisements

অর্থ উপার্জনের পাশাপাশি জমানোটাও খুব জরুরি এখনকার দিনে। সে কারণেই সাধারণ মানুষেরা বিভিন্ন নির্ভরযোগ্য স্থানে টাকা সঞ্চয় করে। এই নির্ভরযোগ্য স্থানগুলির মধ্যে অন্যতম হলো ব্যাংক এবং পোস্ট অফিস। এগুলি যেমন ভরসাযোগ্য সেরকমই ঝুঁকিবিহীন। ব্যাংকের পাশাপাশি এবার পোস্ট অফিস নিয়ে এলো দুর্দান্ত কিছু স্কিম, যার মাধ্যমে অল্প কয়েকদিনই টাকা হয়ে যাবে দ্বিগুণ।

Advertisements

স্কিমের নাম হল ‘কিষান বিকাশ পত্র’ (Kishan Vikash patra)। ১৮ বছরের উর্দ্ধে যে কোন ব্যক্তি এতে বিনিয়োগ করতে পারে। তবে অবশ্যই তাকে ভারতীয় হতে হবে। সর্বনিম্ন ১০০০ টাকা বিনিয়োগ করতে হবে, তবে যে কেউ নাবালকের নামেও অ্যাকাউন্ট খুলতে পারে। সেক্ষেত্রে প্রাপ্তবয়স্ক কাউকেই তার জন্য আপিল করতে হবে।

নথি হিসেবে প্রয়োজন আধার কার্ড, প্যান কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, নিজের পাসপোর্ট সাইজের ফটো এবং পাস বই। এই স্কিমে টাকা বিনিয়োগ করলে ১২৪ মাস, সেই অর্থ দ্বিগুণ হয়ে যাবে। গ্রাহককে কমপক্ষে ১০ বছর ৪ মাস টাকা জমাতে হবে।

কেউ চাইলে দুজন ব্যক্তির নামেও টাকা গচ্ছিত রাখতে পারে। সেক্ষেত্রে KVP শংসাপত্র দুজন ব্যক্তির নামে দেওয়া হবে। টাকা উঠলে দুজনেই সেই অর্থ পাবে। এছাড়া যে কোনো একজনের মৃত্যু হলে অপরজন গোটা টাকাটা পাবে।

Advertisements