×
অফবিট

পকেটমানি দিয়ে শুরু করুন এই অসামান্য ব্যবসা, খুব সহজেই বাড়ি বসে রোজগার করুন লাখ টাকা!

Advertisements
Advertisements

বর্তমানে দুর্মূল্যের বাজারে প্রত্যেকেরই অর্থের ভীষণভাবে প্রয়োজন। এর উপরে আবার নিত্যদিন বেড়ে চলেছে বেকারত্বের জ্বালা! অনেকেই চাকরি বাদ দিয়ে তাই ব্যবসার দিকে নিযুক্ত হচ্ছেন। আবার অনেকের কাছে সঠিক পুঁজি না থাকার কারণে খুব বড় ব্যবসা শুরু করতে পারছেন না। তবে আজ এই প্রতিবেদনে জেনে যাবেন, কি করে অল্প টাকার মাধ্যমে ব্যবসা শুরু করে লাখপতি হওয়া যায়।

Advertisements

মাত্র ১০ থেকে ১৫ হাজার টাকার বিনিময়ে এই ব্যবসা শুরু করতে পারবেন। বাড়িতে যারা বসে আছে তারা দেরি না করে, দ্রুত শুরু করে দিন এই ‘কলা গুঁড়োর ব্যবসা’। থাকতে হবে মাত্র দুটি মেশিন; একটিতে কলা ড্রায়ার করা হবে আর অন্যটিতে মিক্সচার করা হবে। এই দুটি মেশিন অনলাইনে খুব সহজেই কিনে নেওয়া যাবে কম দামে ।

অনেকেই হয়তো জানে না কলার গুঁড়ো উচ্চ রক্তচাপ থেকে শুরু করে হজম শক্তি, উজ্জ্বল ত্বক এবং শিশুদের বৃদ্ধিতে বেশ কাজে দেয়। খুব কম সময়ের মধ্যেই এই ব্যবসা করে তাই কোটিপতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখে নেওয়া যাক কিভাবে এই জিনিসটি তৈরি করবেন।

কলা নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর সাইট্রিক অ্যাসিড দ্রবণে পাঁচ মিনিট কলাগুলি ডুবিয়ে রাখতে হবে। খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিতে হবে প্রত্যেকটি কলা এবং তারপর এগুলোকে ২৪ ঘণ্টা রোদে শুকাতে হবে। তবে বেশি শুকালেও চলবে না। প্রতিদিন যদি এইভাবে ৫ কেজি করে কলার গুঁড়ো তৈরি করা যায়, তাহলে ৩৫০০ হাজার থেকে ৪৫০০ হাজার টাকা পর্যন্ত দৈনিক হারে উপার্জন করা যাবে।

Advertisements