×
অফবিট

বাড়িতে লাগান এই উপকারী গাছ, দূর হবে অর্থনৈতিক সংকট

Advertisements
Advertisements

বাড়িকে সুন্দর ভাবে সাজিয়ে তুলতে এখন অনেকেই ইনডোর প্লান্টসের ব্যবহার করছে। বাড়ির বাগানে গাছ লাগানোর পাশাপাশি, বাড়ির ভিতরের শোভা বাড়িয়ে তুলছে বিভিন্ন গাছ। তবে এই সব গাছ নাকি বাস্তুমতে বেশ অর্থগুণ সম্পন্ন। বিভিন্ন ইন্ডোর প্ল্যান্ট বিভিন্ন বাস্তু দোষ কাটিয়ে তুলতে সাহায্য করে।

Advertisements

যদিও বাস্তু দোষকে কুসংস্কার বলেই অনেকে মানে। তবে বিজ্ঞানীরা মনে করেন, বাস্তুদোষ আসলে কোন কুসংস্কার নয়। বাস্তু মেনে বাড়ির প্রতিটি কাজ করলে, বাড়ি থেকে যাবতীয় নেতিবাচক শক্তি দূরে থাকে এবং পজেটিভ শক্তি বিচরণ হয়। তাই বাস্তবিদদের কথা অনুযায়ী, আজ বাড়িতে লাগান ‘ক্রাসুলা জেড প্ল্যান্ট’।

বাস্তুবিদদের মতে এটি নেগেটিভ সমস্ত শক্তি দূর করে, বাড়িতে ইতিবাচক শক্তি বয়ে নিয়ে আসবে। এর পাশাপাশি বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে। এই গাছকে অনেকে আবার মানিপ্লান্ট নামেও চেনে। তবে অবশ্যই কিছু নিয়ম মেনে এই গাছ লাগাতে হবে।

এই গাছের জন্য বাড়ির দক্ষিণ-পূর্ব দিককেই বেছে নিতে হবে। যেই ব্যক্তির বাড়িতে এই গাছ লাগানো হবে, তার অর্থনৈতিক অভাব দূর হবে। ধন-ঐশ্বর্যে পরিপূর্ণ হবে বাড়ি। শুধুমাত্র পূর্ব দিকেও লাগানো যেতে পারে এই গাছ। এছাড়া বাড়ির পাশাপাশি অফিস কিংবা ব্যবসার জায়গাতেও সমান ভাবে কাজে দেবে।

Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ অনুযায়ী এই প্রতিবেদনটি লেখা হয়েছে।
ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।

Advertisements