চোখের ধাঁধা: ভাল্লুকগুলির মধ্যে লুকিয়ে আছে একটি মানুষ, ১১ সেকেন্ডের মধ্যে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

চোখের ধাঁধা, বর্তমানে এই জাতীয় খেলা বেশ সক্রিয় হয়ে উঠেছে। যদিও অপটিক্যাল ইলিউশন একটি বহুল প্রচলিত খেলা। বড় মানুষদের কাছে অবশ্য এইসব খেলার মত এখন আর সময় নেই। তবে অনেকেই নিজের তীক্ষ্ণ দৃষ্টিকে একবার পরীক্ষা করে নিতে চায়, সে ক্ষেত্রে এই জাতীয় চোখের বিভ্রমের খেলা তো খেলা যেতেই পারে!
খুব ভালো করে এই ছবিটির দিকে নজর দিন, যেখানে দেখা গেছে একটি জঙ্গল আর সেই জঙ্গলে আছে অনেকগুলি গাছ আর তার চারিদিকটা সবুজে ঘেরা। এই গাছগুলির ওপর নিচে প্রচুর ভাল্লুককে দেখা যাচ্ছে, যারা প্রত্যেকেই গাছের উপরে উঠছে। তবে এর মধ্যে কিন্তু রয়েছে একটি মানুষও, তাকে কি আপনি খুঁজে পেয়েছেন?
ছবি দেখে ব্যাপারটা যতটা সোজা মনে হবে, আসলে কিন্তু চোখের খেলায় হার মানতেই হবে সবাইকে! বিশেষ বিশ্লেষণ অনুযায়ী মাত্র ২ শতাংশ মানুষ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম। সব থেকে কঠিনতর ধাঁধা হচ্ছে এটি। তবে এই খেলাটি খেলার জন্য আপনাকে মাত্র ১১ সেকেন্ড সময় দেওয়া হবে।
কি! এখনো পর্যন্ত খুঁজে পেলেন না তো। তাহলে দেখে নিন ছবিটি ভালো করে। ডানদিকে একটি গাছে থাকা বাঁদরটিকে দেখুন হলুদ দাগ দিয়ে চিহ্নিত করা হয়েছে। আসলে সেটি কোন ভাল্লুক নয়, একজন মানুষ।
ভাল্লুকের মতন পোশাক পরে সেজেগুজে গাছে উঠছেন তিনি।