মাত্র এক সেকেন্ড দূরত্ব, ভারতের সবথেকে নিকটবর্তী দুটি রেল স্টেশন রয়েছে কলকাতায়! জেনে নিন কোথায়

দূরবর্তী স্থানে হোক বা নিকটবর্তী, যে কোন জায়গায় পৌঁছানোর জন্য অতি সহজলভ্য এবং আরামদায়ক পরিবহন ব্যবস্থা হল রেল। অন্যান্য সকল পাবলিক ট্রান্সপোর্টের থেকে এর খরচা যেরকম কম, সেরকমই জার্নিও ও বেশ কম। সব দূরত্বে যাওয়ার জন্য প্রত্যেকে ট্রেনের উপর ভরসা করে।
১৯৫৮ সালের ব্রিটিশদের তত্ত্বাবধানে সর্বপ্রথম হাওড়া থেকে ভারতীয় রেল শুরু করা হয়। সবার প্রথমে ইলেকট্রিক তারে ট্রেন চলত। এরপরে ধীরে ধীরে এর পরিবর্তন এসেছে। তবে এই কলকাতা শহরে রয়েছে দুটি স্টেশনের অজানা ঘটনা। যেখানে দুটি স্টেশন এর ব্যবধান মাত্র এক সেকেন্ড!
সাধারণত একটি স্টেশন থেকে অপর স্টেশনের দূরত্ব ২ থেকে ৩ কিলোমিটার থাকতেই হয়। দুটি ভিন্ন শহর বা এলাকাকে সংযুক্ত করে রেল স্টেশন। তবে এই ক্ষেত্রে ৫-৭ মিনিট না মাত্র ১ সেকেন্ডে পরবর্তী স্টেশনে পৌঁছে যাওয়া যাবে।
এই দুটি স্টেশনের নাম ‘টালিগঞ্জ’ এবং ‘লেক গার্ডেন’। দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব মাত্র ২০০ মিটার। এমনকি টালিগঞ্জের দুই নাম্বার প্ল্যাটফর্ম থেকে যদি লেকগার্ডেনের দূরত্ব মাপা হয়, তাহলে তা দাঁড়াবে ১১০ মিটারে। গোটা ভারতবর্ষে শুধুমাত্র এই একটি স্থানে দুটো স্টেশন এত কাছাকাছি অবস্থিত।