×
অফবিট

অবাক করা কান্ড! মাত্র ১৩ বছর বয়সে পড়াশোনা ছেড়ে নিজের কোম্পানি বানিয়ে ফেললো বালক

Advertisements
Advertisements

বিশ্বের নানান প্রান্তে ঘটে যাওয়া ঘটনার অন্যতম ভান্ডার হয়ে দাঁড়িয়েছে এই সোশ্যাল মিডিয়া। নেটদুনিয়ার দ্বারা এমন অনেক অবিশ্বাস্য ঘটনা সাক্ষী হওয়া যায়, যা আমাদের চমকিত করে। সম্প্রতি এমনই এক ১৩ বছরের বালকের কর্মকান্ড, চমকিত করলো সাইবারবাসীকে। ১৩ বছর বয়সেই পড়াশোনা ছেড়ে টেক কোম্পানি খুলেছে, জলন্ধরের তানিশ মিত্তল (Tanish Mittal)। তার কোম্পানির নাম ‘ইনোওয়েবস টেক’ (Innowebs Tech), ওই কোম্পানির সিইও বর্তমানে তানিশ।

Advertisements

মাত্র ৬ বছর বয়স থেকেই কম্পিউটারের ওপর অধিক দক্ষতা ছিল তার। সেই সময় বাড়িতে বসে কম্পিউটারের সাহায্যে ইন্টারনেটকে কাজে লাগিয়ে, সে ফটোশপ থেকে শুরু করে অ্যানিমেশন, ওয়েব ডিজাইন এই সবকিছুই নিজের আয়ত্তে এনে ফেলেছিল। ওই সময় থেকেই জলন্ধরের নানান বিজ্ঞান অনুষ্ঠানে অংশগ্রহণ করতো তানিশ, যা তার জীবনে সাফল্য এনে দিয়েছিল।

তানিশের বাবার ইচ্ছা ছিল ছেলে এতটা সাফল্য পাওয়ার পর, কোন পেশাদারী প্রশিক্ষণ নিক। কিন্তু সেই সময় তানিশের বয়স এতটাই কম ছিল যে, কোন উচ্চশিক্ষার জন্য তার দরজা খোলা ছিল না। এরপরই বহু চেষ্টার পর অষ্টম শ্রেণীতে পড়াকালীন, ‘অ্যাডভান্স পিজি ডিপ্লোমা লেভেল কোর্স ইন এনিমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি’ নিয়ে পড়াশোনা সম্পূর্ণ করে সে। এর ফলে তার দক্ষতা আরো বহুগুণ বেড়ে গিয়েছিল!

ওই বয়সেই তানিশ ঠিক করেছিল, পড়াশোনা ছেড়ে সে নিজের সফটওয়্যার কোম্পানি খুলবে। এ কাজে অবশ্য তাকে বিশেষ সায় ছিল তার বাবা! এই ভাবেই শুরু হয় তার নতুন কোম্পানির পথচলা; যেখানে সাইবার সিকিউরিটি থেকে শুরু করে অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ক্লাউড বেস সফটওয়্যার ডেভেলপমেন্ট এই সবকিছুই হয়ে থাক। মাত্র ১৩ বছরের বালক তানিশ, নিজ চেষ্টায় তার পরিচিতি তৈরি করতে সফল হয়েছে।

Advertisements