×
অফবিট

চোখের পরীক্ষা: এই ছবিটির মধ্যে লুকিয়ে রয়েছে একটি প্রজাপতি, ৭ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Advertisements
Advertisements

অপটিক্যাল ইলিউশনের খেলা ঠিক যেমন ইন্টারেস্টিং, সেরকম ভাবেই তীক্ষ্ণ স্মৃতি শক্তির পরিচয় দেয়। বহু প্রচলিত এই খেলা এখন অবশ্য বাতিলের খাতায় চলে গিয়েছে। সময়ের অভাবে অনেকেই আর এই জাতীয় খেলা খেলে না। বর্তমানে অবশ্য এই জাতীয় খেলা আবারো নতুন করে ভাইরাল হয়ে উঠেছে।

Advertisements

নিজের দৃষ্টিশক্তিকে চাঙ্গা করে নিতে চোখ রাখুন এই ছবিতে। যেখানে দেখা যাচ্ছে একটি বৃদ্ধ ঘরের মধ্যে থাকা সোফাতে বসে রয়েছে। তার পাশেই রয়েছে তার পোষ্য একটি কুকুর। পিছনের দেওয়ালে বেশ কয়েকটি ছবি রাখা রয়েছে এবং বুক সেলফে রয়েছে বই। আপনাকে খুঁজে বের করতে হবে এই ছবির মধ্যে থাকা একটি মাত্র প্রজাপতিকে।

তবে আপনার হাতে সময় কিন্তু মাত্র ৭ সেকেন্ড। দেখুন তো ভালো করে আপনি কি খুঁজে পেয়ে গেছেন প্রজাপতিকে? যদি না পান তাহলে প্রতিবেদনের শেষেই এর উত্তর আপনি পেয়ে যাবেন। সময়ও কিন্তু প্রায় শেষের মুখে।

প্রজাপতিকে খুঁজে না পেলে এবার লক্ষ্য রাখুন সারমেয়টির সামনে রাখা ঝুড়িটির দিকে। যেখানে একটি প্রজাপতি আঁকা রয়েছে। তবে আসলে কিন্তু সেটা সত্যি প্রজাপতি নয়, শুধু একটি আঁকা মাত্র! আপনার সুবিধার জন্য সেখানে লাল চিহ্ন দিয়ে একটি গোলও করে দেওয়া হয়েছে।

Advertisements