চোখের পরীক্ষা: ছবিতে অনেকগুলো ছেলের মধ্যে রয়েছে একটি মেয়ে, ৭ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

একটা সময় ছিল যখন আমরা সকলেই বিকেল হলে মাঠে যেতাম ব্যাট আর বল নিয়ে খেলতে। আর তা ছিল আমাদের জীবনের দৈনন্দিন তালিকার মধ্যে অন্যতম। তবে বর্তমানে মাঠে খেলতে যাওয়া তো দূর সেই ভাবে কাজের ফাঁকে আর কোথাও গিয়ে ওঠা হয় না। তাই সারা দিনের ক্লান্তি ভুলতে আমরা সকলেই সামাজিক মাধ্যমে মুখ গুঁজে থাকি। তার মধ্যে অবশ্যয় রয়েছে ইউটিউব কিংবা ফেসবুকের মতো মাধ্যমগুলি। কিন্তু ভাবুন তো তার মধ্যেই যদি মেলে একটুখানি খেলার সুযোগ। কেমন হয় তাহলে?
কি ভাবছেন তো ভালই হয় তাহলে। তবে বলে রাখি এই খেলা কিন্তু সাধারণ খেলা নয়। কারণ এই খেলার মাধ্যমে আপনার চোখের সমস্যা দূর হতে পারে সহজেই। হ্যাঁ, এই খেলা হলো অপটিক্যাল ইলিউশন নিয়ে। অর্থাৎ কতগুলি এক ছবির মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে একটি ভিন্ন ছবি।
চলুন তাহলে শুরু করা যাক। দেখুন ছবিটিতে রয়েছে অনেকগুলি ছেলে তার মধ্যেই রয়েছে একটু মেয়ে। আপনার হাতে মাত্র ৭ সেকেন্ড সময়, তার মধ্যেই খুঁজে বের করতে হবে।
আপনার সময় শেষ, কি পারলেন না তো। তাহলে বলেদি উত্তরটা। দেখুন ছবির মধ্যে ৭ নম্বর লাইনে প্রথম দিক থেকে তিন নম্বরে যে বসে রয়েছে সে হলো একটি মেয়ে। আদতে ছেলের মতো দেখতে লাগলেও সে কিন্তু মেয়ে।