×
অফবিট

আম্বানির ড্রাইভারের এক মাসের বেতন শুনলে লজ্জা পাবেন যেকোনো উচ্চপদস্থ সরকারি কর্মচারী!

Advertisements
Advertisements

বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ‘মুকেশ আম্বানি’, যাকে ধনকুবের বলা হয়। তাবড় তাবড় সেলিব্রেটি থেকে শুরু করে ব্যবসায়ীরা সকলেই তার হাতের মুঠোয়। কিনা নেই তার কাছে! বিলাসবহুল বাড়ি, গাড়ি, ব্যবসা-বাণিজ্য সবকিছুই রয়েছে। রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক এই আম্বানি দেশ বিদেশে ছড়িয়ে রেখেছে তার জাল। এমনকি তাদের পরিচালিকা বা সামান্য মালী, ড্রাইভারের বেতন শুনলেও চমকে উঠবে যে কেউ। কর্পোরেট সংস্থার উচ্চপদস্থ লোকের রীতিমতো চমকিত করবে তাদের মাইনে শুনে।

Advertisements

সারা বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে অষ্টমতন স্থানে রয়েছেন মুকেশ আম্বানি। তাকে ২০১০ সালে সেরা বিজনেসম্যান-এর আখ্যা পর্যন্ত দেওয়া হয়েছে। মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির লাইফ স্টাইল দেখে চক্ষু চরক গাছ হয়ে যায় সাধারণ মানুষের। ৫০০টিরও বেশি গাড়ি রয়েছে তাদের। এমনকি কোটি টাকার বিএমডব্লিউ ৭ সিরিজের গাড়িও কিনেছেন এই দম্পতি ।

এতগুলি বিলাসবহুল গাড়ি চালানোর জন্য স্বাভাবিকভাবেই দক্ষ ড্রাইভারের প্রয়োজন আর সেই জন্য অভিজ্ঞ ড্রাইভারও রেখেছেন তারা। বড় বড় সংস্থার কাছ থেকে ড্রাইভার নিয়ে আসে আম্বানি পরিবার। তাদের সাথে চুক্তিবদ্ধ করেন এমনকি টেন্ডারও পাশ করান।

যারা ড্রাইভার পদে নিযুক্ত হয় তাদের অনেক রকম পরীক্ষা দিতে হয়। সব রকমের পরিস্থিতি মোকাবিলা করার জন্য তাদের রীতিমতো ট্রেনিংও দেওয়া হয়। সম্প্রতি তাদের এই জাতীয় ড্রাইভারদের মাসিক বেতনের সংখ্যা সামনে এসেছে, যেখানে দেখা গেছে মাসে প্রায় দু লক্ষ টাকা উপার্জন করে এক একজন! যা শুনে কর্পোরেট সেক্টর থেকে শুরু করে সরকারি অফিসাররা পর্যন্ত রীতিমতো লজ্জায় পড়ে যায়! এমন কি তাদের পরিচালিকাদেরও পরীক্ষার মাধ্যমে নিযুক্ত করা হয়।

Advertisements