বইমেলায় নিজের লেখা জেরক্স করে মাত্র ৫ টাকায় বিক্রি করছেন অসহায় বৃদ্ধা লেখিকা

‘জ্ঞানে-ই স্বর্গপ্রাপ্তি’ এই কথা ভুললে হয়তো কখনোই জীবনে বড় হওয়া যায় না। বর্তমানে সকলের জীবনে যতই ডিজিটালাইজেশনের ছোঁয়া লাগুক না কেন, এখনো পর্যন্ত প্রতিভা যেন বুদ্ধি দিয়েই ধরা দেয়। মুঠোফোনের পাতায় যতই আমরা প্রতিভাবান শিল্পীদের পরিচয় পাই না কেন, এমন অনেক ঘটনা থেকে থাকে যা আমাদের বাস্তব জীবনে সামনে থেকে উপলব্ধি করতে হয়।
সবকিছুতে নতুনত্বের ছোঁয়া লেগে মানুষ আজ ইন্টারনেটের উপর নির্ভরশীল। বইমুখো মানুষ আজকাল খুব কমই হয়! তবে আজও বইয়ের কদর একই রকম রয়েছে। এখনো নতুন বই হাতে পেলে সবাই উল্টেপাল্টে দেখে, নতুন বইয়ের গন্ধ শুয়ে উপলব্ধি করে। এমনকি ছটফট করে কখন সে পৃষ্ঠা উল্টে লেখাগুলো পড়তে পারবে। বইপ্রেমীদের জন্য বইমেলা হলো এক আদর্শ জায়গা, সেখানে গেলেই যেন বইয়ের রাজ্যে প্রবেশ করে সকলে।
আগামী মাসেই শুরু হতে চলেছে ‘কলকাতা আন্তর্জাতিক বইমেলা’। এই বই মেলাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে যেমন ভিড় করে, সেরকম সমস্ত পাবলিশার্সরা তাদের বইয়ের ভান্ডার নিয়ে এসে হাজির হয়। এবারের মেলা শুরুর ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে, আগের বছরের এক ঘটনা মাথাচাড়া দিয়ে উঠলো আবারো সকলের। অনেক লেখক-লেখিকা থাকে, যারা টাকার অভাবে নিজেদের বই ছাপাতে পারেনা। সেই কারণেই তাদের প্রতিভাব সকলের সামনে এসে পৌঁছায় না। ঠিক সেরকমই এক দৃশ্যের সম্মুখীন হয়েছিল বইপ্রেমীরা আগের বছরের বইমেলায়।
রুনু মল্লিক নামে এক বৃদ্ধা লেখিকা, যে টাকার অভাবে নিজের বই ছাপাতে পারেনি কিন্তু সে একটি আস্ত স্টল বানিয়ে ফেলেছিল পায়ে হেঁটে। কম টাকায় নিজের লেখা একটি কবিতা পাতায় পাতায় জেরক্স করে, তিনি বিক্রি করছিলেন বইমেলার ময়দানে। তার সেই কবিতার পৃষ্ঠার মূল্য ছিল মাত্র ৫ টাকা। অনেকেই তার ওই কবিতাটি কিনে পড়েছিলো। রুনু মল্লিক যেভাবে তার কবি কবিসত্বা ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে উপার্জনের পথ বের করেছিলো, তা সত্যিই প্রশংসনীয়।